বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের শুরুতে চট্টগ্রাম রয়্যালসের জন্য বড় ধাক্কা। টুর্নামেন্টের মাত্র তিন দিন আগে ফ্র্যাঞ্চাইজির তিন বিদেশি ক্রিকেটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং, শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা এবং পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আবরার আহমেদের নাম প্রত্যাহারের পেছনে মূল কারণ হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশ্বকাপের পরিকল্পনার কারণে তাকে বিপিএলে খেলতে অনুমতি না দেয়া। পিসিবি তার এনওসিও (নো অবজেকশন সার্টিফিকেট) স্থগিত করার প্রস্ততি নিচ্ছে। অন্যদিকে, স্টার্লিং ও ডিকভেলা তাদের নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে এনওসি না পাওয়ায় বিপিএল থেকে সরিয়ে নিয়েছেন। চট্টগ্রাম রয়্যালস ইতোমধ্যে দেশীয় দু’জন ক্রিকেটার শেখ মেহেদী ও তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে, তবে বিদেশি খেলোয়াড়দের অভাবে তাদের দ্রুত বিকল্প খুঁজে নিতে হবে। ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাওয়া বিপিএল আসরের প্রথম দিনে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে। ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হবে। চট্টগ্রাম রয়্যালসের সামনে নতুন বিদেশি ক্রিকেটার সংগ্রহের জন্য সময় সংকটের মধ্য দিয়ে আসন্ন টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স কতটা প্রভাবিত হবে সেটাই এখন দেখার বিষয়।