পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার অনেক দিন পর ঢাকায় পা রাখবেন। বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে শোয়েব নিজেই এই তথ্য জানিয়েছেন। ঢাকায় আসার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে শোয়েব বলেন, ‘ঢাকা- আমি অনেক দিন পর আসছি। ১৩ থেকে ১৫ ডিসেম্বর- দেখা হবে সবার সঙ্গে। ‘শোয়েবের পোস্টের নিচে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস মন্তব্য করেছে, ‘শোয়েব ভাই, আপনার আগমনের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ঢাকা!
শোয়েবকে আগেই মেন্টর হিসেবে ঘোষণা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। বেশ কিছু জায়গায় ব্র্যান্ডিংয়ের জন্যও ব্যবহার করা হচ্ছে তাকে। এবার আগেভাগেই তিনি আসছেন বিপিএলে। এবারই প্রথম বিপিএলে দেখা যাবে শোয়েবকে। এর আগে কোচ কিংবা খেলোয়াড় কোনো ভূমিকাতেই বিপিএলের সঙ্গে যুক্ত হননি তিনি। বিপিএলে কাজ করা নিয়ে আগে দেয়া এক ভিডিও বার্তায় শোয়েব বলেছিলেন, ‘হ্যালো বাংলাদেশ। বাংলাদেশ আমার খুব প্রিয় এবং হৃদয়ের কাছের একটা স্থান। দীর্ঘদিন বাংলাদেশে আসা হয় না। কিন্তু এই বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আসছি। আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের খুব ভালোবাসি।’