আইপিএলে বুধবার রাজস্থানকে সুপার ওভারে হারিয়েছে দিল্লি। তবে জিতেও শাস্তি পেয়েছেন দলের বোলিং কোচ মুনাফ প্যাটেল। তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, আইপিএলের শৃঙ্খলাবিধির ২.২০ ধারা ভেঙেছেন মুনাফ। খেলার স্বার্থের পরিপন্থী, এমন কাজের জন্যই এই শাস্তি দেওয়া হয়। মুনাফ নিজে এই শাস্তি মেনে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।ম্যাচের মাঝে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্যই তাকে শাস্তি দেওয়া হয়েছে। দলের দ্বাদশ ব্যক্তিকে পানি নিয়ে মাঠে পাঠাতে চেয়েছিলেন মুনাফ। অবশ্য আসল উদ্দেশ্য ছিল উইকেটে থাকা ব্যাটারদের উদ্দেশে বার্তা পাঠানো। তবে চতুর্থ আম্পায়ার অনুমতি দেননি। তখনই তার সঙ্গে তর্কে জড়ান মুনাফ। তাকে হাত দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা বলতে দেখা গেছে।এ বছরই দিল্লিতে যোগ দিয়েছেন মুনাফ। তবে আইপিএলে কোনও দিন দিল্লির হয়ে খেলেননি। রাজস্থান, মুম্বাই এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন। ৬৩টি ম্যাচে ৭৪টি উইকেট রয়েছে তার। তবে বার বার চোট পেয়েছেন। সে কারণে ক্রিকেটজীবন দীর্ঘায়িত হয়নি।ভারতের হয়ে ১৩টি টেস্টে ৩৫টি উইকেট নিয়েছেন। ৭০টি ওয়ানডে ম্যাচে ৮৬টি উইকেট নিয়েছেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুনাফ।
ক্রিকেট
শাস্তি পেলেন দিল্লির বোলিং কোচ
আইপিএলে বুধবার রাজস্থানকে সুপার ওভারে হারিয়েছে দিল্লি। তবে জিতেও শাস্তি পেয়েছেন দলের বোলিং কোচ মুনাফ প্যাটেল। তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও