ভারতের পাহাড়সমান স্কোরের জবাবে ধসে পড়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। মাত্র ৮৪ রানে পতন হয়েছিল পাঁচ উইকেটের। এরপরই অবিশ্বাস্য এক জুটিতে স্কোরবোর্ড সচল রেখেছেন হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ। বাজবল ঘরানার আক্রমণাত্বক ক্রিকেটে দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

এজবাস্টনে ৩ উইকেটে ৭৭ রান নিয়ে গতকাল শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। এদিন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বলে দ্রুতই ফিরে যান জো রুট (২২) এবং অধিনায়ক বেন স্টোকস (০)। এরপরই জুটি গড়েন ব্রুক আর স্মিথ। দুজনের উন্মাতাল ব্যাটিংয়ে মাত্র দুই ঘণ্টাতেই দুইশ রান তুলে ফেলে ইংল্যান্ড।মাত্র ৮০ বলে ১৪ চার ৩ ছক্কায় স্মিথ তুলে নেন ১১ টেস্টের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ব্রুক অবশ্য অতটা আক্রমণাত্বক ছিলেন না।

ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিতে খেলেন ১৩৭ বল; হাঁকান ১২ চার এবং ১ ছক্কা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৫৩.৩ ওভারে ৫ উইকে ৩২৫ রান করে।