রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে কাতর পুরোদেশ। তাই মঙ্গলবার রাষ্টীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে সরকার। রাষ্টীয় শোক পালনের সঙ্গে সঙ্গে এই ঘটনায় নিহত ও আহতদের বিশেষ সম্মাননা দিয়েছে বিসিবি।মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নেমেছন। এদিন ম্যাচ শুরুর আগে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে এবং ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সংগীত না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়াও শোকের অংশ হিসেবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর নিহতদের আত্মার শান্তি কামনায় বিসিবির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫টিই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। প্রসঙ্গত, সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর এটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল।
ক্রিকেট
মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের প্রতি বিসিবির বিশেষ সম্মাননা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে কাতর পুরোদেশ।
Printed Edition
