বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ২৬ আগস্ট ডাচ ক্রিকেটাররা ঢাকায় পা রাখবেন। নেদারল্যান্ডসকে প্রথমবারের মতো আতিথেয়তা দিবে বাংলাদেশ। এ জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা আজ থেকে সিলেটে অনুশীলন করবে। ঢাকায় ফিটনেস এবং তিনদিনের স্কিল ট্রেনিংয়ে ছিলেন ক্রিকেটাররা। সিলেটে শুরু হবে আসল প্রস্তুতি। নেদারল্যান্ডসকে তিন টি-টোয়েন্টিতে আতিথেয়তা দেওয়ার পর বাংলাদেশ আগামী মাসে খেলতে যাবে এশিয়া কাপে। দুই প্রতিযোগিতাকে সামনে রেখে জাতীয় দলের বিশেষায়িত ক্যাম্প চলছে। শুরুর দিকে এক সপ্তাহ শুধু ফিটনেস ট্রেনিং করেছেন তারা। রানিং, টাইমিং রানিং, জিম সেশন, বিশেষ কিছু অ্যাক্রোবেটিক ওয়ার্ক করেছেন ক্রিকেটাররা। মিরপুরের উইকেট অনুশীলনের জন্য আদর্শ না হওয়াতেই সিলেটকে বেছে নিয়েছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সঙ্গে নেদারল্যান্ডসের সঙ্গে তিনটি ম্যাচ সেখানেই খেলবে বলে আগেভাগেই চলে যাচ্ছে দল। ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। নেদারল্যান্ডসের বিপক্ষে এখনও দল বাছাই করেনি বাংলাদেশ। এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াড থেকেই দল বাছাই হবে। প্রিলিমিনারি স্কোয়াড থেকে একাধিক ক্রিকেটার অস্ট্রেলিয়ায় থাকবেন। কারা থাকবেন, কারা থাকবেন না তা অনেকটাই পরিস্কার। তাদের মধ্েয রয়েছেন হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান। তারা অস্ট্রেলিয়ায় চারদিনের একটি ম্যাচ খেলবেন। সেখান থেকে দেশে ফিরে স্কোয়াডে যোগ দেবেন নাঈম শেখ, নুরুল হাসান সোহান।

এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াড : লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফ উদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।