জাতীয় ক্রীড়া পরিষদ তিনটি অ্যাসোসিয়ন বিলুপ্ত ঘোষণা করেছে। মঙ্গলবার (১৭ জুন) এক প্রজ্ঞাপনে ঘোষণা করা হয় ঘুড়ি, প্যারা আরচ্যারি ও খিউকুশিন কারাতে অ্যাসোসিয়নের সাংগঠনিক স্বত্বা আর থাকছে না। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই বিলুপ্তির মাধ্যমে দেশে বর্তমানে সক্রিয় ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা ৫৫ থেকে দাঁড়ালো ৫২-তে। ঘুড়ি অ্যাসোসিয়েশন অনেক পুরনো হলেও কার্যক্রম ছিল অনিয়মিত। অন্যদিকে প্যারা আরচ্যারি ও খিউকুশিন কারাতে সম্প্রতি স্বীকৃতি পেয়েছিল, যার মধ্যে খিউকুশিন আলাদা অ্যাসোসিয়ন হিসেবে স্বীকৃতি পায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সময়। তিনটি অ্যাসোসিয়েশন বিলুপ্ত করে সংশ্লিষ্ট ফেডারেশনের সঙ্গে একীভূত করা হয়েছে। প্যারা আরচ্যারি যুক্ত হয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সঙ্গে, খিউকুশিন কারাতে গেছে বাংলাদেশ কারাতে ফেডারেশনের অধীনে, আর ঘুড়ি অ্যাসোসিয়েশন যুক্ত হয়েছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সঙ্গে। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ বাতিল করেছে সোলায়মান সিকদারের গড়া তায়কোয়ানডো অ্যাসোসিয়েশন। এই বিলুপ্তির মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে কাঠামোগত সংস্কারের সূচনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, নতুনভাবে একীভূত হওয়া ফেডারেশনগুলো তাদের সম্প্রসারিত দায়িত্ব কতটা সফলভাবে পালন করতে পারে।
ক্রিকেট
ক্রীড়াঙ্গনের তিন অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা
জাতীয় ক্রীড়া পরিষদ তিনটি অ্যাসোসিয়ন বিলুপ্ত ঘোষণা করেছে। মঙ্গলবার (১৭ জুন) এক প্রজ্ঞাপনে ঘোষণা করা হয় ঘুড়ি, প্যারা আরচ্যারি ও খিউকুশিন কারাতে অ্যাসোসিয়নের সাংগঠনিক স্বত্বা আর থাকছে না।
Printed Edition
