আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলা ওয়ানডে বিশ্বকাপ। তবে এর আগে হঠাৎ তরেই বিশ্বকাপে বড় পরিবর্তন এসেছে আইসিসি। বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন হলো বাংলাদেশ-ভারত ম্যাচসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলার। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সাম্প্রতিক দুর্ঘটনার কারণে ভেন্যুটি বাদ দেয়া হয়েছে। ফলে ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। শুরুতে পাঁচ ভেন্যুর মধ্যে বেঙ্গালুরু একটি ছিল। তবে আইপিএল শিরোপা উদযাপনকালে পদপিষ্ট হয়ে ১১ জন নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়। পরে ঘরোয়া প্রতিযোগিতা ও বিশ্বকাপ দুই ক্ষেত্রেই চিন্নাস্বামী স্টেডিয়ামকে বাদ দেয়া হয়। আইসিসি গতকাল নতুন সূচি প্রকাশ করে জানিয়েছে, বেঙ্গালুরুর পরিবর্তে চতুর্থ ভেন্যু হিসেবে জায়গা পেয়েছে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। আট দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলংকা। মুম্বাইতে হবে ভারতের দুটি গ্রুপপর্বের ম্যাচ। ২৩ অক্টোবর নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে। যেটা হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। এছাড়া এই ভেন্যুতে আয়োজিত হবে শ্রীলংকা ও বাংলাদেশের ম্যাচ। যেটা হওয়ার কথা ছিল কলম্বোতে। দ্বিতীয় সেমিফাইনাল (৩০ অক্টোবর) এবং সম্ভাব্যভাবে ফাইনাল (২ নভেম্বর)। তবে পাকিস্তান ফাইনালে উঠলে সেটি অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। অন্যদিকে, শ্রীলংকা বনাম ইংল্যান্ডের ম্যাচটি (১১ অক্টোবর) গুয়াহাটির পরিবর্তে অনুষ্ঠিত হবে কলম্বোতে। বেঙ্গালুরু থেকে ভেন্যু সরানোর মূল কারণ নিরাপত্তাজনিত। গত ৪ জুন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শিরোপা উদযাপনের সময় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে, যেখানে ১১ জনের প্রাণহানি ও বহু মানুষ আহত হয়। এর পর কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য পুলিশ ছাড়পত্র পেতে ব্যর্থ হয়। এর আগে বিকল্প ভেন্যু হিসেবে কেরালার তিরুবনন্তপুরমকে বিবেচনা করা হয়েছিল। তবে শহর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত নবী মুম্বাইকেই উপযুক্ত মনে করে বেছে নেয় বিসিসিআই ও আইসিসি।এই সিদ্ধান্ত বেঙ্গালুরুর ক্রিকেটের জন্য আরেকটি বড় ধাক্কা। আইসিসি প্রথমে শহরটিকে উদ্বোধনী ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের ভেন্যু হিসেবে তালিকাভুক্ত করেছিল। কিন্তু স্টেডিয়ামের অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ নানা জটিলতায় বেঙ্গালুরু বারবার বিতর্কে জড়িয়েছে। গত ১৭ মে কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর থেকে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আর কোনো আন্তর্জাতিক বা বড় ম্যাচ হয়নি। সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে স্টেডিয়ামকে ‘অসুরক্ষিত’ঘোষণা করেছে। পুলিশও স্পষ্ট জানিয়ে দিয়েছেÑবড় কোনো ইভেন্ট আয়োজনের অনুমতি তারা দেবে না। এমনকি রাজ্যের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মহারাজা টি–টোয়েন্টি লিগকেও বেঙ্গালুরু থেকে সরিয়ে মাইসুরুতে নিয়ে যেতে হয়েছে। দর্শকশূন্য মাঠে আয়োজনের প্রস্তাবও অনুমোদন পায়নি।

সময় ম্যাচ ভেন্যু

২ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান কলম্বো

৭ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড গুয়াহাটি

১০ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড গুয়াহাটি

১৩ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ভাইজাগ

১৬ অক্টোবর বাংলাদেশ-অস্ট্রেলিয়া ভাইজাগ

২০ অক্টোবর বাংলাদেশ-শ্রীলঙ্কা নাভি মুম্বাই

২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত নাভি মুম্বাই

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি (খেলা শুরু বিকেল সাড়ে ৩টায়)