সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের গতকালের দুই ম্যাচ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর এ দুই ম্যাচ কবে অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে মিটিংয়ে বসে বিসিবি। সেখানে সিদ্ধান্ত হয়েছে স্থগিত হওয়া দুই ম্যাচ আজ (বুধবার) অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ মাঠে গড়াবে বিকাল ৩টায় ও পরের ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ৮টায়। দুটি ম্যাচই একই মাঠে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে দর্শকদের নতুন করে টিকিট কাটতে হবে না। যারা টিকিট কেটেছেন তারা সেই টিকিট দিয়ে খেলা উপভোগ করতে পারবেন। এ প্রেক্ষাপটে সিলেট পর্বের শেষ তিন দিনই বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএলে সিলেট পর্বের চতুর্থ দিনে গতকাল (মঙ্গলবার) দুটি খেলা ছিল। বেলা ১টায় দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস ও বিকাল ৩টায় দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সকালে তার প্রতি শোক জানিয়ে এই দুই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় বিসিবি। এদিকে, গতকাল হঠাৎ বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ার ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে। সেসব দর্শকদের জন্যও রয়েছে সুখবর। নির্ধারিত ম্যাচ দেখতে যারা টিকিট কেটেছেন, ওই টিকিটেই তারা খেলা দেখতে পারবেন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ স্থগিত করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। পুনঃনির্ধারিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেয়া হবে। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। গতকাল রাতে আইসিইউতে চিকিৎসাধীন এই নেত্রীর অবস্থা অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন। এরপর সকালেই আসে প্রয়াণের ঘোষণা। দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

আজকের খেলা

বিপিএল

সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালস

বেলা ৩টা

ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স

রাত ৮টা