কিউরেটর গামিনি ডি সিলভা গতকাল আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন বাংলাদেশ ক্রিকেট থেকে। সহকর্মী ও মাঠকর্মীরা তাকে মাঠেই নিজেদের আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন। আর ক্রিকেট বোর্ড নিজেদের অফিসে ডেকে সেরেছেন আনুষ্ঠানিকতা। দেওয়া হয়েছে ক্রেস্ট। বিদায়ের মুহূর্তে প্রত্যেকের উপহার ও ভালোবাসায় সিক্ত হলেন গামিনি। সহকর্মী অনেকের চোখে-মুখে ছিল আবেগের ছাপ। ২০১০ সালের অক্টোবরে ২ বছরের জন্য বিসিবিতে যোগ দেন আম্পায়ার থেকে কিউরেটর হওয়া এই লঙ্কান। দফায় দফায় চুক্তির মেয়াদ বেড়ে দেড় দশক কাটিয়ে দেন। তার হাতেই ছিল মিরপুরের উইকেট তৈরির দায়িত্ব। তবে গত সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মানহীন পিচ বানিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েন তিনি। পাকিস্তানের অধিনায়ক ও কোচ প্রকাশ্যে অভিযোগ তোলেন উইকেটের মান নিয়ে। সেই সমালোচনা সহ্য করতে চায়নি বিসিবি। ফলে দীর্ঘ ১৫ বছরের দায়িত্ব শেষে গামিনিকে বদলি করে পাঠানো হয় রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। মিরপুরের দায়িত্ব দেয়া হয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত পিচ কিউরেটর টনি হেমিংয়ের হাতে। তখন থেকেই বোঝা যাচ্ছিল গামিনিকে আর রাখা হবে না। চলতি বছরের জুলাইয়ে তার সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছিল বিসিবি। তবে সেই চুক্তির ৯ মাস বাকি থাকতেই দেশে ফিরে যাচ্ছেন গামিনি। শর্ত অনুযায়ী দুই মাসের বেতন দেওয়া হচ্ছে তাকে। ১০ নভেম্বর শ্রীলঙ্কায় ফিরে যাবেন তিনি।
ক্রিকেট
কিউরেটর গামিনিকে আনুষ্ঠানিক বিদায়
কিউরেটর গামিনি ডি সিলভা গতকাল আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন বাংলাদেশ ক্রিকেট থেকে। সহকর্মী ও মাঠকর্মীরা তাকে মাঠেই নিজেদের আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন। আর ক্রিকেট বোর্ড নিজেদের অফিসে ডেকে সেরেছেন আনুষ্ঠানিকতা।
Printed Edition