এশিয়া কাপে বি গ্রুপ থেকে সুপার ফোরের টিকিট পেয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। আর আফগানদের বিদায়ে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছিল আফগানিস্তান। দলের হয়ে মাত্র ২২ বলে ৬০ রান করেন মোহাম্মদ নবি। জবাবে কুশাল মেন্ডিসের ৫২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে ৮ বল হাতে রেখেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর সুপার ফোরে উঠতে না পেরে নিজের হতাশা প্রকাশ করেছেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট। ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এই ইংলিশ কোচ হতাশা প্রকাশ করে জানান, এই হার হজম করা খুব কঠিন। একই সাথে শেষ চারে ওঠায় বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সব কৃতিত্ব দিয়েছেন ৪৪ বছর বয়সী এই কোচ। ট্রট বলেন, ‘১৭০ এর মত রান করে ভালো জায়গায় ছিলাম আমরা। নবি আমাদের সেখানে নিয়ে গেল। তবে শ্রীলঙ্কার ব্যাটাররা অনেক ভালো খেলেছে, আমাদের বোলিং-ফিল্ডিংও ভালো হয়নি। অনেক হতাশ। অনেক। অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম। ভালোভাবে কাজ করতে হবে আমাদের সামনের দিনেবাংলাদেশকে কৃতিত্ব দিয়ে এই কোচ আরও বলেন, ‘পাওয়ারপ্লেতে বোলিংটা ভালো হয়নি আমাদের। অনেক বেশি বেসিকে ভুল করেছি আমরা। এমন জায়গায় ক্রিকেট ম্যাচ জিততে গেলে এরকমটা করা যাবে না। পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাকেও।’ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো করার আশা ট্রটের, ‘সামনে অনেক টি-টোয়েন্টি ম্যাচ আছে। ফেব্রুয়ারিতে বিশ্বকাপও আছে। কোচরা, প্লেয়াররা মিলে আলোচনা করব কীভাবে আরও বেটার হতে পারি আমরা। যেন একই ভুল আবার না হয়।’ বাংলাদেশের কাছে হারায় সুপার ফোরে ওঠার পথটা কঠিন হয়ে যায় আফগানিস্তানের। তবে তারা সেদিন ১৫৫ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিতের পর সেই ম্যাচ নিয়ে আক্ষেপ করলেন রশিদ, ‘শেষ ম্যাচে আমাদের অনেক বড় সুযোগ ছিল, কিন্তু আমরা ১৫০ (মূলত ১৫৫) রান চেজ করতে পারিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা ঘটে। তবে আমাদের সামনে এগোতে হবে, যামতে একই ভুলের আর পুনরাবৃত্তি না হয়।’ সাম্প্রতিক বছরগুলোয় আফগানিস্তান ক্রিকেট দলের উত্থানটা নজরকাড়া। এবারও পুরো প্রস্তুতি নিয়েই নেমেছিল দলটি। তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ রশিদ খান, ‘গত তিন বছরে আমরা অনেক আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ খেলেছি। প্রতিটি টুর্নামেন্টেই ভালো প্রস্তুতি ছিল, তবে আমার সতীর্থদের কাছে প্রত্যাশা ছিল আরও বড়। এই অবস্থানে থেকে বিদায় নেওয়াটা অপ্রত্যাশিত।’ ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছি, এখানেও (এশিয়া কাপে) অন্তত পরের পর্বে যাওয়ার আশা ছিল। আমরা আমাদের ভুল-ত্রুটি নিয়ে ভাবব, বিশ্লেষণ করব এবং আরও শক্তিশালী হয়ে ফিরব’, আরও যোগ করেন এই তারকা অলরাউন্ডার। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন আফগান পেসার নাভিন উল হক। লঙ্কানদের বিপক্ষে একজন পেসার কম ছিল কি না এমন প্রশ্নের জবাবে ট্রট বলেন, ‘সম্ভবত হ্যাঁ। নাভিনকে মিস করেছি। সে ফিট থাকলে এখানে থাকত হয়ত। তখন ভিন্ন দল হত। তবে এসব ব্যাপার আমাদের ঠিক করতে হবে।’
ক্রিকেট
যোগ্য দল হিসেবেই সুপার ফোরে বাংলাদেশ : আফগান কোচ
এশিয়া কাপে বি গ্রুপ থেকে সুপার ফোরের টিকিট পেয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। আর আফগানদের বিদায়ে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও
Printed Edition
