বয়সটা কম হয়নি রোহিত শর্মার। ৩৮ বছর চলছে তার। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছানো ভারতীয় ওপেনার ইতিমধ্যে দুই সংস্করণ থেকে অবসর নিলেও আরো কিছুদিন ওয়ানডে খেলে যেতে চান। আর তা হচ্ছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। অর্থাৎ ৪০ বছর পর্যন্ত খেলতে চান টেস্ট থেকে অবসর নেওয়া রোহিত। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করে সেই সংস্করণ থেকে বিদায় নেন তখনকার অধিনায়ক।ক্রিকেটের আদি সংস্করণ থেকে অবসর নেওয়ার পর ভারতীয় এক সাংবাদিককে সাক্ষাৎকার দেন রোহিত। সেই সাক্ষাৎকারেই নিজের ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ জানিয়েছেন তিনি।ভারতের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবেন তিনি।