জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে রাজশাহী। খুলনার দেওয়া ১৭২ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে তারা ৮ উইকেট হাতে রেখেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে খুলনা। শুরুটা ভালো হয়নি। মাত্র ১৩ রানে ৩ উইকেট হারায় তারা। তবে এরপর সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ব্যাটিং ম্যাচে ফেরায় খুলনাকে। দুইজন মিলে গড়েন ১১৭ রানের দুর্দান্ত জুটি। সৌম্য ৪৪ বলে ৬৩ রান করেন, যাতে ছিল ৬ চার ও ৪ ছক্কা। আফিফের ব্যাটে ৪০ বলে ৫০ রান আসে। নির্ধারিত ২০ ওভারে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৭১ রান। কিন্তু সেই রানও ম্লান হয়ে যায় শান্ত-সোহানের ব্যাটিং ঝড়ে। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ১৪৮ রান মাত্র ১২ ওভারে। হাবিবুর রহমান সোহান ২৪ বলে দুর্দান্ত ফিফটি হাঁকান, শেষ পর্যন্ত ৯৪ রানের দারুণ ইনিংস খেলে বোল্ড হয়ে ফেরেন। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও তার ইনিংস ছিল চোখ ধাঁধানো। অন্য প্রান্তে শান্ত ছিলেন আরও দুর্দান্ত। ৩৯ বলে অপরাজিত ৬৫ রান করে দলকে জয় এনে দেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চমৎকার বাউন্ডারি। প্রতিকূল আবহওয়ার কারণে ১০ দিন স্থগিত ছিল জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় সংস্করণ। পরিবর্তিত সূচিতে আজ থেকে আবারও শুরু হয়েছে এনসিএল। এই জয়ে আগের ম্যাচে ঢাকা মেট্রোর কাছে হারের পর ঘুরে দাঁড়াল রাজশাহী।