দুই বছরের চুক্তিতে ২০১০ সালে গামিনি ডি সিলভাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশে কাজ করার পর শ্রীলঙ্কান এই কিউরেটরের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নিয়েছে বিসিবি। তার বিরুদ্ধে ওঠা সবচেয়ে বড় অভিযোগ ছিল, তিনি বিসিবির সাবেক প্রভাবশালী পরিচালক মাহবুবুল আনামের সুপারিশ ও আশীর্বাদপুষ্ট হয়ে এতদিন চাকরি টিকিয়ে রেখেছিলেন। বিদায় বেলায় এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন গামিনি ডি সিলভা। যেখানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন বিসিবির সাবেক এই প্রধান কিউরেটর। গামিনি বলেন, ‘একজন মানুষ অযোগ্য কিউরেটরকে কতদিন সাপোর্ট দিতে পারে? সম্ভব না। যারা বলেন মাহবুবের জোরে থেকেছি, তারা ভুল বলেন। কারও আর্শীবাদপুষ্ট হয়ে ১৬ বছর চাকরি করিনি।’ মাহবুবুল আনামের শ্রীলঙ্কা অফিসে কাজ করতেন গামিনির স্ত্রী। গুঞ্জন আছে, তার স্ত্রীর সুবাদে চুক্তি নবায়ন সহজ হয়েছিল। এমন গুঞ্জনের জবাবে গামিনি বলেন, ‘মানুষ তো কত কিই বলে। রংচং দেওয়ার জন্য যোগসূত্র খোঁজে। তারা জানেই না কোনটা সঠিক। এগুলো ছিল মানুষের কল্পনা। কোনো কিছু সঠিক না। মাহবুবের বিরোধিতা করতে গিয়ে আমাকে জড়িয়েছে কিছু মানুষ।’ মিরপুরের স্লো ও লো উইকেট বানিয়ে অনেক সমালোচনার শিকার হয়েছেন গামিনি ডি সিলভা। তবে তিনি দাবি করেছেন, যা কিছু করা হয়েছে, সবই স্বাগতিকদের সুবিধা নেওয়ার জন্য। তিনি বলেন, ‘বিসিবি পরিচালকরা যে নির্দেশনা দিতেন, আমি সেটা অনুসরণ করেছি। আমি নিজে থেকে কিছু করিনি। কারণ এখানে আমার কোনো স্বার্থ নেই।