এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে পাকিস্তান। তবে সামনে তাদের কঠিন পরীক্ষাÑপ্রতিপক্ষ ভারত, যাদের কাছে এই টুর্নামেন্টে দুবার একপেশে পরাজয় বরণ করেছে তারা। বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তাই দলের শক্তি-দুর্বলতা খোলাখুলিই তুলে ধরলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী। ম্যাচ শেষে সালমান জানান, দলের ফিল্ডিংয়ে দারুণ উন্নতি হলেও ব্যাটিংয়ে আরও মনোযোগ দেয়া প্রয়োজন। বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৩৫ রানের পুঁজি নিয়েও পাকিস্তান যে ১১ রানে জিতেছে, তাতে ফিল্ডিং এবং বোলিংয়ের কৃতিত্বই বেশি। অধিনায়ক সালমান বলেন, ‘ব্যাটিংয়ে কিছুটা উন্নতির প্রয়োজন এবং আমরা সেদিকে নজর দেব। আমরা ভালো ফিল্ডিং করে আসছি। শেন (বন্ড) আমাদের নিয়ে কঠোর পরিশ্রম করছেন। আমরা অতিরিক্ত সেশনও করছি।’ ফিল্ডিংকে গুরুত্ব দিতে গিয়ে তিনি কোচ মাইক হেসনের কঠোর মনোভাবের কথা তুলে ধরেন। সালমানের ভাষায়, ‘মাইক হেসন বলেছিলেন, যদি আপনি ফিল্ডিং ভালো করতে না পারেন তবে আপনি দলে থাকবেন না।’ আসন্ন ফাইনালের আগে তাই পাকিস্তানের মনোযোগ স্পষ্টÑব্যাটিংয়ে স্থায়িত্ব আনা এবং বোলিং ও ফিল্ডিংয়ে ধারাবাহিকতা বজায় রাখা। আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক ফাইনাল ম্যাচ নিয়ে বলেন,‘আমরা যে কোনো দলকে হারানোর জন্য যথেষ্ট ভালো একটি দল। আমরা রবিবার ফাইনালে সেটি করার চেষ্টা করব।’ ফাইনালে ভারত বধের বড় স্বপ্ন দলটির অধিনায়ক সালমান আলী আগার। যদিও এশিয়া কাপে দুটি ম্যাচে সূর্যকুমার যাদবদের কাছে হারতে হয়েছে। শুধু তাই নয় পরিসংখ্যানও তাদের পক্ষে নেই। এখন তাদের স্বপ্নের ডালপালার পরিধি বেড়েছে। আগামীলকাল রোববার দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ফাইনালের আগে যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাকিস্তান। তাই ম্যাচ শেষে নতুন বলের বোলিংকেই বড় কৃতিত্ব দিলেন সালমান। বলেন, এই ধরনের ম্যাচে, যা মূলত সেমিফাইনাল, এসব জায়গায় যখন আপনি শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন, তখন রান তাড়া করা বেশ কঠিন হয়ে যায়। আমার মতে, আমরা সেই কাজটি বেশ ভালোভাবে করেছি। বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সালমান যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তিনি বলেন, খুবই রোমাঞ্চিত (ফাইনাল নিয়ে)। আমরা জানি আমাদের কী করতে হবে (ফাইনালে)। আমরা যে কোনও দলকে হারানোর মতো ভালো দল এবং রবিবার মাঠে নেমে চেষ্টা করবো ভারতকে হারাতে। টি-টোয়েন্টিতে দুই দলের ১৫ লড়াইয়ে ভারত অনেক এগিয়ে। তাদের জয় ১২টি, পাকিস্তানের ৩টি। বর্তমান আসরে প্রথম ম্যাচে ভারত জিতেছে ৭ উইকেটে, পরেরটিতে ৫ উইকেটে। ফাইনাল কে জিতে তা এখন দেখার অপেক্ষা।