এশিয়া কাপ রাইজিং স্টার্স টি টোয়েন্টি টুর্নামেন্টে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ‘এ’ গ্রæপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান ‘এ’ দলকে। গ্রæপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ২ করে পয়েন্ট আছে শ্রীলংকা ও আফগানিস্তানের। দোহাতে টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ ‘এ’ দল। রিপনের বোলিং তোপে তৃতীয় ওভারে ১৬ রানে ৩ উইকেট হারায় আফগানরা। মিডল অর্ডারে জুটি গড়ার চেষ্টা করলেও সুবিধা করতে পারেনি আফগানিস্তান। রাকিবুলের সাথে আরেক স্পিনার এসএম মেহরবের ঘূর্ণিতে ১৮.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক দারউইশ রাসুলি। বাংলাদেশের হয়ে বল হাতে রিপন ১০ রানে এবং রাকিবুল ৭ রানে ৩টি করে উইকেট নেন। ১৪ রান খরচে মেহরব নিয়েছেন ২ উইকেট। জবাবে ৪ ওভারে ১৯ রান তুলে ভাল শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিশান আলম। তবে দলীয় ২৪ রানে মধ্যে সাজঘরে ফিরেন দুজনই। ১০ রান করে করেন আগের ম্যাচে ৩৫ বলে সেঞ্চুরি করা সোহান ও জিশান। দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৩৯ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন। আবরার ২৪ ও অঙ্কন ২৭ রানে অপরাজিত আছেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের রিপন। আজ গ্রæপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
ক্রিকেট
আফগানিস্তানকে হারিয়ে সেমির দ্বারপ্রান্তে বাংলাদেশ
এশিয়া কাপ রাইজিং স্টার্স টি টোয়েন্টি টুর্নামেন্টে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ‘এ’ গ্রæপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান ‘এ’ দলকে। গ্রæপ পর্বে নিজেদের