টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে বিকল্প ভেন্যুতে ম্যাচ খেলতে রাজি আছে টাইগাররা। বিকল্প ভেন্যু শ্রীলংকার কথা আগেই বলেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে না গেলে এই ম্যাচ আয়োজন করতে রাজি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত এই ম্যাচগুলো। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প ভেন্যু হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলংকার নাম প্রস্তাব করেছে বিসিবি। তবে প্রয়োজনে এই ম্যাচগুলো আয়োজন করতে রাজি আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান। সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইতোমধ্যেই বিসিবি কর্তাদের বার্তা দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে না চাইলে পাকিস্তানে আসতে পারে। বাংলাদেশ দলের জন্য মাঠ প্রস্তুত রাখা হবে। প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাও পাবে বাংলাদেশ দল। বিশ্বকাপে খেলতে ভারত না যাওয়া নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। মূলত নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে চায় না বিসিবি। তবে এখনও চূড়ান্ত কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিসিবি ভারতে না খেলার অবস্থানেই অনড় আছে। আজ বা আগামীকাল আইসিসি থেকে চিঠির উত্তর পাওয়া যাবে জানিয়ে বুলবুল বলেন, ‘না, আমরা এখনও কোনো উত্তর পাইনি। আমরা যতগুলো তথ্য দেওয়া দরকার, সব দিয়েছি। আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদেরকে কী জানায়।’’ শেষ পর্যন্ত বিসিবি তাদের অবস্থানে অনড় থাকতে পারবে কিনা বা ভারতেই অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব পেলে কী করবেন এমন প্রশ্নে বুলবুল বলেন, ‘ভারতের অন্য ভেন্যুও তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নাই। তবে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখনও সেখানেই আছি।’ নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চেয়ে আইসিসিতে দু’বার চিঠিও দিয়েছে বিসিবি। তবে এখনও চূড়ান্ত কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত বিসিবি তাদের অবস্থানে অনড় থাকতে পারবে কি না বা ভারতেরই অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব পেলে কি করবেন প্রশ্নে বুলবুল বলেন, ‘ভারতের অন্য ভেন্যুও তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নাই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে, আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের আদেশ পালন করছি এবং সরকারের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখনো সেখানেই আছি।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি। নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সবধরনের সম্প্রচার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ক্রিকেট
আইসিসি থেকে আজ আসতে পারে সিদ্ধান্ত
বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে রাজি পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে বিকল্প ভেন্যুতে ম্যাচ খেলতে রাজি আছে টাইগাররা। বিকল্প ভেন্যু শ্রীলংকার কথা আগেই বলেছে বাংলাদেশ।
Printed Edition