জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিতে দুবাই গেছেন স্পিনার নাসুম আহমেদ। গতকাল ঢাকা ছাড়েন তিনি। তাকে উড়িয়ে নেয়া হয় আরেক স্পিনার রিশাদ আহমেদকে না পাওয়ার শঙ্কায়। কারণ ভিসা জটিলতায় বিমানবন্দরে দুই দিন আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। গতকাল রাতে ছাড়া পেয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন দুজন। এজন্য নাসুমকে উড়িয়ে নিয়েছে বিসিবি। সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে স্কোয়াডে ছিলেন নাসুম। প্রথম চার দিনের ম্যাচে খেলার সুযোগ হয়নি। দ্বিতীয় ম্যাচ ঢাকায়। সেখানে হয়তো খেলতে পারতেন। কিন্তু, তাকে আগেভাগেই জাতীয় দলের জন্য উড়িয়েছে নিয়েছে ম্যানেজমেন্ট। দলে একাধিক পেসার থাকলেও স্পিনার ছিল সংকট। রিশাদ যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে ছিল উৎকণ্ঠা। এজন্য বিকল্প হিসেবে ৩৫টি টি-টোয়েন্টি খেলা নাসুমকে বেছে নিয়েছে দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ গতকাল রাত ৯টায় শারজাহতে শুরু হয়। দ্বিতীয় ম্যাচ হবে ১৯ মে। এর আগে, দুই দল তিন বার মুখোমুখি হয়েছে। তিন ম্যাচেই জিতেছে বাংলাদেশ।