আবহাওয়ার বাগড়ায় আগেভাগে খেলা শেষ হয়ে যাওয়ায় আগের ম্যাচে অপরাজিত থাকতে হয়েছিল ১৬৪ রান করে। পরের ম্যাচে আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন জর্খ ফন স্কালভিক। এবার তিনি ছাড়িয়ে গেলেন আগের ইনিংসকে। দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ১৮ বছর বয়সী ব্যাটসম্যান।ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৫৩ বলে ২১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফন স্কালভিক। ১৯ চার ও ৬ ছক্কায় গড়া তার ইনিংসটি। যুব ওয়ানডে ইতিহাসে প্রথম দুইশ রানের ব্যক্তিগত ইনিংস এটিই। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার ১৯১ রান ছিল আগের সর্বোচ্চ।
ঘরের মাঠে গত মঙ্গলবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তৃতীয় যুব ওয়ানডেতে ৩২০ রানের লক্ষ্য তাড়ায় ১৫৬ বলে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেন ওপেনার ফন স্কালভিক। দক্ষিণ আফ্রিকার দরকার যখন ৩২ বলে ৪৪ রান, তখন আলোকস্বল্পতায় শেষ হয়ে যায় ম্যাচ। ডাকয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে দল জিতলেও দ্বিশতকের পথে আর ছোটা হয়নি ফন স্কালভিকের। সেদিন যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। ২৫ বছরের বেশি সময় ধরে রেকর্ডটি ছিল জ্যাক রুডলফের। ২০০০ সালের জানুয়ারিতে যুব বিশ্বকাপে নেপালের বিপক্ষে ১৪০ বলে অপরাজিত ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি