দীর্ঘ ৩ হাজার ৬১৯ দিনের প্রতীক্ষার পর অবশেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় ফিরে পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ২০১৫ সালের পর এই প্রথম মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারালো কোহলিদের দল। ২০১৫ সালের ম্যাচের স্কোয়াড থেকে রয়েছেন কেবল দুই অভিজ্ঞ তারকা বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবশেষ জয়টি এসেছিল ২০১৫ সালের ১০ মে। সেই ম্যাচে ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ১৩৩ ও কোহলির ৮২ রানের কল্যাণে ব্যাঙ্গালুরু করেছিল ২৩৫ রান, জিতেছিল ৩৯ রানে।