নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জোড়ালো জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
ঐ ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছিলেন দলের তরুণ পেসার মারুফা আক্তার। এবার ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আজ (৭ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি জানান, দলের বোলিং ইউনিট নিয়ে তিনি আশাবাদী।
তিনি বলেন, “আগেও আমাদের দলে বেশ কিছু ভালো পেসার ছিল। তবে মারুফাকে নিয়ে এখন যেভাবে সবাই কথা বলছে, তা আগে কখনও হয়নি।”
অধিনায়ক আরও বলেন, “মারুফার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোযোগ ধরে রাখা। আমরা চাই সে নিজের খেলাতেই ফোকাস রাখুক। আশা করছি, বাইরের আলোচনা ওর পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।”
এদিকে প্রতিপক্ষ ইংল্যান্ড শিবিরও মারুফাকে নিয়েই ভাবনায়। দলের অলরাউন্ডার চার্লি ডিন বলেন, “বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছে। তাদের বোলিং লাইনআপ সত্যিই শক্তিশালী। এমন কন্ডিশনে তারা ভয়ংকর প্রতিপক্ষ। আমাদের মারুফার সুইং সামলাতে কৌশলগতভাবে প্রস্তুত থাকতে হবে।”
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে স্পষ্ট, জ্যোতি–মারুফাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য তাদের বোলিংই হতে পারে প্রধান অস্ত্র।