ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ সরাসরি সম্প্রচার করেনি কোনো টিভি চ্যানেল। যে কারণে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভিতে দেখানো হয় ওই সিরিজের খেলা। এদিকে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আরেকটি সিরিজ শুরু হবে চলতি মাসে। আসন্ন সিরিজটিও সরাসরি টিভিতে দেখানো নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই শঙ্কা দূর হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ জুলাই থেকে। এই দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস। মাঠের ক্রিকেটে বাংলাদেশ দল বর্তমানে ট্রানজিশন পিরিয়ড পার করছে। ফলে দেশের ক্রিকেট নিয়ে দিনদিন আগ্রহ কমছে সমর্থকদের। এমনকি পাকিস্তান সিরিজও বিটিভিতে দেখা যেতে পারে বলে মনে হচ্ছিল। শুরুতে এই সিরিজ সম্প্রচারের ব্যাপারে কেউ আগ্রহ দেখায়নি। পরে টি-স্পোর্টস এই হোম সিরিজের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বলে জানায়। সূচি অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তানের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যথাক্রমে এসব খেলা মাঠে গড়াবে ২০, ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ক্রিকেট
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সরাসরি দেখাবে টি-স্পোর্টস
ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ সরাসরি সম্প্রচার করেনি কোনো টিভি চ্যানেল। যে কারণে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভিতে দেখানো হয় ওই সিরিজের খেলা। এদিকে, ঘরের মাঠে পাকিস্তানের