হেনরিখ ক্লসেনকে আউট করে উদযাপনে মাতেন জসপ্রিত বুমরাহ। এই উইকেটেই যে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স পেসারের ৩০০তম শিকারের মাইলফলক হলো। বুধবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওই একটি উইকেটই পান বুমরাহ। যেখানে দ্বিতীয় ভারতীয় পেসার ও পেস-স্পিন মিলিয়ে দেশটির পঞ্চম বোলার হিসেবে তিনশ বা তার বেশি উইকেটের কীর্তি গড়লেন তিনি। ভারতীয়দের মধ্যে আগের চারজন হলেন যুজবেন্দ্র চাহাল (৩৭৩), পীযুষ চাওলা (৩১৯) ভুবনেশ্বর কুমার (৩১৮) ও রবীচন্দ্রন অশ্বিন (৩১৫)। তিনশ’ উইকেটের ঠিকানায় পৌঁছাতে বুমরাহ লাগল ২৩৭ ইনিংস। তার চেয়ে পেসারদের মধ্যে দ্রুততায় এই মাইলফলক ছুঁতে পারেন কেবল অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস) ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস)। তালিকায় চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান (২৪১ ইনিংস) ও নিউজিল্যান্ডের টিম সাউদি (২৪৮ ইনিংস)। বুমরাহ অবশ্য একটি জায়গায় মালিঙ্গার পাশে বসেছেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি উইকেটের তালিকার চূড়ায় এখন যৌথভাবে এই দুজন। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে শুধু মুম্বাইয়ের হয়ে খেলে মালিঙ্গা ১৭০ উইকেট নেন ১২২ ইনিংসে। তাকে ছুঁতে বুমরাহর লাগল ১৩৮ ইনিংস। এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে সব প্রতিযোগিতা মিলিয়ে মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখনও অবশ্য এককভাবে মালিঙ্গার। ১৩৭ ইনিংসে তার উইকেট ১৯৫টি। দলটির হয়ে আইপিএল বাদে ২৫টি উইকেট নেন তিনি বিলুপ্ত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। এখানে বুমরাহ দ্বিতীয় স্থানে আছেন ১৪১ ইনিংসে ১৭৩ উইকেট নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে তার উইকেট ৩টি।
ক্রিকেট
৩০০ উইকেটের মাইলফলকে বুমরাহ
হেনরিখ ক্লসেনকে আউট করে উদযাপনে মাতেন জসপ্রিত বুমরাহ।
Printed Edition
