মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পাকিস্তান ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা পাকিস্তান প্রথম ম্যাচে হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। বাংলাদেশে না আসলেও এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন শাহিন-হাসানরা। আর ফখর জামান তো ঢাকাতেই আছেন।তারকা পেসার শাহিন আফ্রিদিকে ছাড়াই বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। গত সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটার পর শাহিন বিকেলে নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘হৃদয়বিদারক এবং মর্মান্তিক। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা। পরিবারগুলো যেন শক্তি ফিরে পায় এবং অলৌকিক কিছুর আশায় আছি।’

ইংল্যান্ডে খেলা থাকায় পাকিস্তানের পেসার হাসান আলীকে বাংলাদেশ সফরের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেনি পিসিবি টিম ম্যানেজমেন্ট। গত সোমবার রাতে হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, ‘ঢাকার মর্মান্তিক খবরে শোকাহত। অনেকগুলো নিষ্পাপ প্রাণ অকালে ঝরল। হতাহত এবং তাদের পরিবারের সঙ্গে আছে আমার হৃদয়। সৃষ্টিকর্তা সবাইকে ধৈর্য দিন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

ওয়ানডের জন্য বিবেচনা করায় আরেক পেসার নাসিম শাহকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখেনি পাকিস্তান। গত সোমবার রাতে এই পেসারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়,‘বাংলাদেশ থেকে মর্মান্তিক খবর পেলাম। যে দেশটা আমার হৃদয়ের খুব কাছে। এই বিধ্বংসী দুর্ঘটনায় হতাহত এবং তাদের পরিবার ও আরও যারা আক্রান্ত হয়েছেন সবার জন্য দোয়া করছি। এই কঠিন সময়ে তারা শক্তি ও শান্তি ফিরে পাক।প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৪৪ করা পাকিস্তানি ওপেনার ফখর জামান তাঁর এক্স হ্যান্ডলে গত লিখেছেন, ‘ঢাকায় (গতকাল) মর্মান্তিক ঘটনায় খুব খারাপ লাগছে। যেসব পরিবার এই ঘটনার ভুক্তভোগী এবং যারা আক্রান্ত হয়েছেন, তাদের সবার জন্য দোয়া রইল।