অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে চলছে পেসারদের রাজত্ব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের সিরিজটির প্রথম ম্যাচের দুই দিনে ২৪ উইকেটের মধ্যে পেসাররাই তুলে নিয়েছেন ২৩টি। তবে সবকিছু ছাপিয়ে বারবাডোজ টেস্টে আলোচনায় উঠে এসেছে আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্ত। সে কারণেই দক্ষিণ আফ্রিকার টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের ওপর চটেছেন ক্যারিবিয়ানদের কোচ ড্যারেন সামি।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজেকে প্রথম ইনিংসে ১৯০ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া, ব্যাট শুরু করে ১০ রানে পিছিয়ে থেকে। দিনের শেষ পর্যন্ত স্বস্তিতে ছিল না সফরকারীরাও, দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৯২ রান। তবে দু’দলের বিপক্ষেই গেছে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত, যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এ কারণেই সামির আঙুল উঠেছে টিভি আম্পায়ারের ওপর। এমনকি বৃহস্পতিবার দিনের খেলা শেষে এ কারণে ব্যাখ্যা চেয়ে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে দেখাও করেন ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক অধিনায়ক।