ক্রিকেট
মঞ্চে পিসিবির কাউকে না দেখে অবাক হয়েছেন ওয়াসিম-শোয়েব
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও প্রতিনিধি উপস্থিত ছিল না। যা জন্ম দিয়েছে বিতর্কের। কারণ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান।
Printed Edition

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও প্রতিনিধি উপস্থিত ছিল না। যা জন্ম দিয়েছে বিতর্কের। কারণ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। যদিও টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে। কিন্তু ফাইনালের পর প্রশ্ন উঠেছে সেই আয়োজকদের নিয়ে। দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে ভারতীয় দল। স্বাভাবিক নিয়মেই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব থাকায় পাকিস্তানের প্রতিনিধি সেখানে থাকার কথা। কিন্তু সেটা না হওয়ায় সাবেক পাকিস্তানি পেস লিজেন্ড ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার প্রশ্ন তুলেছেন এই বলে, মর্যাদার এমন টুর্নামেন্টের আয়োজক হওয়ার পরও পিসিবির কোনও কর্মকর্তাকে না দেখায় সেটা ছিল হতাশাজনক। ড্রেসিং রুম শোতে আকরাম, নিজের বিস্ময় গোপন না করেই প্রশ্নে করেছেন, পিসিবি কর্মকর্তাদের কি সেখানে আমন্ত্রণ জানানো হয়নি নাকি ইচ্ছে করেই তাদের বাইরে রাখা হয়েছে। ওয়াসিমের ভাষায়, ‘যতটুকু জানি, পিসিবি চেয়ারম্যান সুস্থ নন। কিন্তু পিসিবি থেকে আরও যারা এসেছেন, যেমন সুমাইর আহমেদ (চিফ অপরারেটিং অফিসার) ও উসমান ওয়ালা (ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল)- তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না।’ তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমরা আয়োজক। তাই নয়কি? কিন্তু এটা কী করে হয়, পিসিবির পক্ষ থেকে কিংবা চেয়ারম্যানের পক্ষ থেকে যে প্রতিনিধিত্ব করছে, তাকে মঞ্চেই দেখা গেলো না? তাদের কি আমন্ত্রণ জানানো হয়নি? আমি জানি না ঘটনা আসলে কী। বিষয়টা আমার চোখে দৃষ্টিকটূ লেগেছে। কাপ তাদের হাত দিয়ে না দিলেও পাকিস্তানের একজন প্রতিনিধির সেখানে থাকা উচিত ছিল।’ একই সুরে শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, ‘ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অদ্ভুত ব্যাপার হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ উপস্থিত ছিলেন না। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, কিন্তু তাদের কোনও প্রতিনিধি সেখানে দাঁড়াননি। ট্রফি দেয়ার জন্যও না। ব্যাপারটা আমার বোধগম্য নয়। একটু ভেবে দেখুন, আয়োজক আমরা কিন্তু সেখানে আমাদের কেউ নেই। এটা দেখে খুব খারাপ লাগছে।’