পাকিস্তান ক্রিকেটে রদবদল সবসময় চলতেই থাকে। সেই ধারাবাহিকতায় আবারও নেতৃত্ব পরিবর্তনের আভাস। দেশটির বর্তমান ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভবিষ্যতের কথা ভেবেই নাকি পিসিবি নতুন নেতৃত্বের পথে হাঁটছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। ‘বিবিএন স্পোর্টস’-এর প্রতিবেদনে জানা গেছে, রিজওয়ানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। মজার ব্যাপার হলো, ২০২৩ সালে শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল। কোনো কারণ ছাড়াই মাত্র এক সিরিজ পরে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়! যদিও পিএসএলে অধিনায়ক হিসেবে তিনি লাহোর কালান্দার্সকে ২০২২, ২০২৩ এবং ২০২৫ সালে তিনবার শিরোপা জিতিয়েছেন।
ক্রিকেট
আবারও পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন শাহিন আফ্রিদি
পাকিস্তান ক্রিকেটে রদবদল সবসময় চলতেই থাকে। সেই ধারাবাহিকতায় আবারও নেতৃত্ব পরিবর্তনের আভাস। দেশটির বর্তমান ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।