এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে গেল ৬ আগস্ট থেকে অনুশীলন শুরু হয় বাংলাদেশ জাতীয় দলের। শেষ হয়েছে ঢাকা পর্বের অনুশীলন। আজ থেকে সিলেটে দ্বিতীয় ধাপের ক্যাম্প শুরু হবে। সেখানেই নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। যে সিরিজে থাকবেন না মেহেদী হাসান মিরাজ। আজ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন মেহেদী মিরাজ। মূলত মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন। সে কারণে এই সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। গতকাল তার ছুটির আবেদন মঞ্জুর হয়েছে।