ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জিমি অ্যান্ডারসনের নামের পাশে যুক্ত হতে যাচ্ছে ‘স্যার’ উপাধি। ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড উপাধি পাচ্ছেন সাবেক এই গতিতারকা। যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইটহুড উপাধির প্রস্তাব করেন এবং ব্রিটেনের রাজা সেটা অনুমোদন করেন। জানা গেছে, গত নবেম্বরে পদত্যাগ করা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নাইটহুডের জন্য অ্যান্ডারসনের নাম প্রস্তাব করেছেন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই বোলার টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারী পেসার। এই ফরম্যাটে তার শিকার ৭০৪ উইকেট! ৪২ বছর বয়সেও অ্যান্ডারসন এখন ল্যাঙ্কারশায়ারের হয়ে কাউন্টি খেলে যাচ্ছেন। এর আগে ক্রিকেটারদের মধ্যে নাইটহুড পেয়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক, জিওফ বয়কট, ইয়ান বোথাম প্রমুখ। অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসরাও এই পুরস্কার পেয়েছেন।