সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাই স্বাভাবিকভাবেই ধারণা ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে হয়তো ফের দেখা যাবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডে মোসাদ্দেকের নাম নেই। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মোসাদ্দেককে দলে না রাখার ব্যাখ্যা জানতে চাইলে সরাসরি জবাব দেন লিপু। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মনে করছেন মোসাদ্দেককে এখনই দলে নেয়া উচিত, কিন্তু আমি তা মনে করি না। পরিষ্কার করে বলছি, যতোক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের দলে ঢোকার সুযোগ নেই। এখানে খুব স্পষ্ট একটি চিত্র থাকা উচিত। অনেক সময় আপনারা বুঝেও না বুঝার ভান করেন যা সত্যিই দুঃখজনক।’
মোসাদ্দেককে একেবারে ছেঁটে ফেলা হয়নি বলেও জানান প্রধান নির্বাচক। এই প্রসঙ্গে তিনি বলেন,‘মোসাদ্দেক আমাদের ভাবনায় আছেন। হয়তো এখনই সুযোগ পাচ্ছেন না, তবে ভবিষ্যতে পেতে পারেন। দরজা খোলা আছে, তবে জায়গা পেতে হলে নিজেকে প্রমাণ করতে হবে।’ মোসাদ্দেকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিকতার ঘাটতির দিকটিও ইঙ্গিত করে নির্বাচক গাজী আশরাফ বলেন, ‘অনেক সময় বলা হয়, কাউকে এক ম্যাচে খেলিয়ে বাদ দেওয়া ঠিক নয়। আমরাও সেটি বুঝি। তবে সিদ্ধান্ত নেয়ার আগে পরিস্থিতি বিবেচনায় আনতেই হয়।’উল্লেখ্য, সদ্য ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ।