টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে সময় বাকি চার মাসেরও কম। এমন সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসররের ঘোষণা দিলেন কেইন উইলিয়ামসন। সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিদায়ী ঘোষণায় জানালেন, দূর থেকেই দলকে সমর্থন করে যাবেন।নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) এক বিবৃতিতে ৩৫ বছর বয়সী উইলিয়ামসন বলেন, ‘আমাদের দলে প্রচুর টি-টোয়েন্টি প্রতিভা রয়েছে। তাদের প্রস্তুত করার জন্য সামনের সময়টা খুব গুরুত্বপূর্ণ। মিচ (স্যান্টনার) একজন দুর্দান্ত অধিনায়ক ও নেতা, এ দলে অধিনায়ক হিসেবেও প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন তাদের সময় ব্ল্যাকক্যাপসকে এ সংস্করণে সামনে এগিয়ে নেয়ার এবং আমি দূর থেকে তাদের সমর্থন করব।’ ২০১১তে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় উইলিয়ামসনের। ৯৩ ম্যাচে এ সংস্করণে অধিনায়ত্বও করেন তিনি। উইলিয়ামসনের নেতৃত্বেই ২০১৬ ও ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে খেলে কিউইরা। ২০২১ বিশ্বকাপেও তার নেতৃত্বেই ফাইনালে খেলে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো উইলিয়ামসন ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের পাশাপাশি ফ্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন। নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সাইফার্ট, নাথান স্মিথ, ইশ সোধি।
ক্রিকেট
টি-টোয়েন্টিকে বিদায় জানালেন উইলিয়ামসন
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে সময় বাকি চার মাসেরও কম। এমন সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসররের ঘোষণা দিলেন কেইন উইলিয়ামসন। সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিদায়ী