জুন মাসে শ্রীলংকার মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ জুন থেকে শ্রীলংকার বিপক্ষে তিন সংস্করণের সিরিজ শুরু হবে। এই সিরিজ দিয়ে আবার মাঠে ফিরবেন পেসার তাসকিন আহমেদ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ছিটকে যাওয়ার পর আরব আমিরাত-পাকিস্তান সফরেও তাসকিন আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। তবে জুনে শ্রীলঙ্কা সফরের আগে তাসকিনকে পাওয়া যাবে। এক বিবৃতি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন বিষয়টি। তিনি জানান,‘ সফল পুর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তাসকিন জুনের শুরুতে ম্যাচ ফিটনেস ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।’ গোড়ালির চোটের কারণে তাসকিনকে এক মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। বিসিবির সাপোর্ট স্টাফের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তাসকিন। চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর অস্ত্রপচার না করে পুনর্বসান প্রক্রিয়ার পরিকল্পনা করা হয়। দেবাশীষ বলেন, ‘বিশেষজ্ঞদের মতে, তাসকিনের জন্য এখন সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে রক্ষণাত্মক, অর্থাৎ অপারেশন ছাড়াই চিকিৎসা। তার পুনর্বাসন কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ধীরে ধীরে তার ফিটনেস ফিরে আসে এবং টেনডনের সমস্যাটিও নিয়ন্ত্রিত থাকে। আমরা তাসকিনের উন্নতির ব্যাপারে আশাবাদী।’
লন্ডনে তাসকিনের সঙ্গে ছিলেন দেবাশীষ চৌধুরী। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিনÑস্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। তাসকিনের সঙ্গে লন্ডনে যাওয়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ওই রিপোর্ট নিয়ে বাকিদের সঙ্গে আলোচনা করে এক মাসের পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছেন।