শঙ্কায় অ্যাশেজে খেলা

ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন ক্রিস ওকস। ওভাল টেস্টের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোটের সম্মুখীন হন এ ইংলিশ অলরাউন্ডার। অ্যাশেজ শুরু হতে বাকি ৪ মাস। ওকসের চোট এতটাই গুরুতর, যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মর্যাদাপূর্ণ সিরিজেও তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

জানা গেছে, ৩৬ বছর বয়সী ওকসের কাঁধের হাড় সরে গেছে। অস্ত্রোপচার করাতে হতে পারে। যদিও সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা। তাই তার মাঠে ফিরতে ঠিক কতদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ইংলিশ অলরাউন্ডারের পুরোপুরি সেরে উঠতে ১২ থেকে ১৪ সপ্তাহ পর্যন্তও লাগতে পারে। এ কারণেই ওকসকে অজিদের বিপক্ষে অ্যাশেজ সিরিজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদিও এ সময়ের মধ্যে হয়তো টি-টোয়েন্টিতে অংশ নিতে পারবেন তিনি। তবে অ্যাশেজ সিরিজের মধ্যে ওকসের পক্ষে লাল বলের ম্যাচে খেলার মতো ফিটনেস ফিরে পাওয়া অনেকটাই অসম্ভব বলে ভাবছেন চিকিৎসকরা। তাই তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করার ছক কষতে হবে ব্রেন্ডন ম্যাককালামদের।যদিও ক্রিস ওকস মাঠের বাইরে থাকলেও ইংল্যান্ডের খুব একটা অসুবিধায় পড়ার কথা নয়। অ্যাশেজে তারা দলে পাচ্ছেন জফরা আর্চার, গাস অ্যাটকিনসনদের মত ফাস্ট বোলারদের। দুজনই চোট থেকে ফিরেছেন। যদিও ফের চোটের কারণেই শেষ ম্যাচে খেলতে পারছেন না আর্চার।

তবে বল হাতে দুর্দান্ত করছেন গাস। প্রথম দুই ইনিংসে এ ডানহাতি পেসার উইকেট তুলে নেন যথাক্রমে ৫ ও ৩টি। এছাড়াও চোট কাটিয়ে ফিরতে প্রস্তত মার্ক উডও। আগামী ২১শে নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে এবারের অ্যাশেজ। পার্থে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজ শেষ হবে আগামী বছরের ৮ই জানুয়ারি।ইন্টারনেট