আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমে হারলেও পরের দুটিতে জিতে ট্রফি উঁচিয়ে শেষ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজুর রহমান। প্রতিফলন ঘটেছে র্যাঙ্কিংয়ে। লাল-সবুজদের হয়ে বেশ কয়েকজনের র্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। বুধবার ছেলেদের র্যাঙ্কিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। টি-টুয়েন্টি সংস্করণে বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন মোস্তাফিজ। এই ফরম্যাটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে তিনি। ক্যারিয়ারসেরা পঞ্চম স্থান থেকে তিনধাপ দূরে আছেন। আইরিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ২৩ ও ৩৯ রান খরচ করলেও শেষ ম্যাচে ১১ রানে ৩ উইকেট শিকার করেন কাটার মাস্টার। বোলারদের মধ্যে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩টি ও সর্বশেষ লড়াইয়ে এক উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী হাসান। ১৪তম স্থানে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার। প্রথম ও তৃতীয় ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করে লেগ স্পিনার রিশাদ হোসেন এগিয়েছেন ৫ ধাপ। আছেন ১৫ নম্বরে। ৫ ধাপ এগিয়ে ২৫ নম্বরে এসেছেন নাসুম আহমেদ। টি-টুয়েন্টি বোলারদের মধ্যে শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা চতুর্থ স্থানে এসেছেন পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ। পারফরম্যান্সে ব্যাটারদের মধ্যে ২১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এসেছেন পারভেজ হোসেন ইমন। ৯ ধাপ পিছিয়ে ৩৯ এ নেমে গেছেন সাইফ হাসান।
টি-টুয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার উপরে তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে অপরাজিত ফিফটি করেও অবশ্য একধাপ নিচে নেমে ১৯ নম্বরে তরুণ ওপেনার। এছাড়া প্রথম ম্যাচে ৮৩ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২তম স্থানে আছেন তাওহীদ হৃদয়। ব্যাটারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের অভিষেক শর্মা।