আইপিএল ২০২৫-এর ৬৪তম ম্যাচে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি) নিজেদের মর্যাদা রক্ষার্থে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল। টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়ে এলএসজি প্রমাণ করল। ম্যাচের নায়ক মিচেল মার্শ আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে দলকে শক্ত ভিত গড়ে দেন।টস হেরে ব্যাট করতে নেমে এলএসজি ওপেনার এডেন মার্করাম ও মিচেল মার্শের ৯১ রানের জুটি দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। মার্করাম ২৪ বলে ৩৬ রান করে আউট হলেও, মার্শ ছিলেন অপ্রতিরোধ্য। ৬৪ বলে ১০টি চার ও ৮টি ছক্কায় ১১৭ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি এলএসজিকে ২০ ওভারে ২ উইকেটে ২৩৫ রানের বিশাল স্কোর এনে দেন। এটি ছিল চলতি আসরে কোনো বিদেশি ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। মার্শের সঙ্গে নিকোলাস পুরান ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে ঋষভ পান্ত ৬ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন, যা এলএসজির স্কোরবোর্ডকে আরও সমৃদ্ধ করে। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্সের শুরুটা ভালো হলেও, উইলিয়াম ও’রুর্কির দুর্দান্ত বোলিংয়ে তাদের ইনিংস ভেঙে পড়ে। ও’রুর্কি ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন, যার মধ্যে ছিলেন সাই সুদর্শন, শেরফান রাদারফোর্ড ও রাহুল তেওয়াটিয়াগুজরাটের ওপেনার শুবমান গিল ও জস বাটলার যথাক্রমে ৩৫ ও ৩৩ রান করেন। মাঝে শেরফান রাদারফোর্ড ও শাহরুখ খান ৮৬ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। শাহরুখ ২৯ বলে ৫৭ রান করেন, কিন্তু দলের জয় নিশ্চিত করতে পারেননি। গুজরাট ২০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে থামে। আর লক্ষ্ণৌ জয় পায় ৩৩ রানে।
ক্রিকেট
গুজরাটকে হারিয়ে লক্ষেèৗর মান রক্ষা
আইপিএল ২০২৫-এর ৬৪তম ম্যাচে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি) নিজেদের মর্যাদা রক্ষার্থে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল। টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে ৩৩ রানে হারিয়ে এলএসজি প্রমাণ করল।