লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে নাসির হোসেন। নিষেধাজ্ঞার কারণে কয়েক বছর ঘরোয়া ক্রিকেটও খেলতে পারেননি। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। এমনিতে ব্যাটিংয়ের পাশাপাশি খ-কালীন বোলিং, দুর্দান্ত ফিল্ডিং সব মিলিয়ে পরিপূর্ণ এক প্যাকেজ ছিলেন নাসির। বাংলাদেশের ক্রিকেটে নাসির হয়ে আছেন বড় আফসোসের নাম। মঙ্গলবার রাতে সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। সেখানে মন্তব্য করেছেন, বাংলাদেশের ক্রিকেটের সুযোগ সুবিধা নিয়ে। এক প্রশ্নের জবাবে নাসির বলেছেন, ‘আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি সেভাবে চিন্তা করেন, আমি বলবো যে ভারতের একটা স্কুলে যে সুযোগ-সুবিধা আছে, আমাদের জাতীয় দলে সেটি নেই। সেই অনুযায়ী বলবো যে বাংলাদেশ ভালো খেলে। তবে আরও ভালো খেলার সুযোগ ছিল, ভালো খেলতে পারতো। আশা করি, সব সময ভালো খেলুক এবং দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসুক।’
আইসিসির নিষেধাজ্ঞা কাটানোর পর নাসির গত এপ্রিলে ঢাকা লিগে খেলেছেন। প্রায় দুই বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে একেবারে খারাপ করেননি। ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১১৫ ম্যাচে করেছেন ২ হাজার ৬৯৫ রান।