ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর কাছে হেরে মাঠ ছেড়েছে মোহামেডান। ফলে এবারও শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হল দলটির। তবে ম্যাচ শেষে এবার মেজাজ হালালেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যার ফলে ঘটে যায় অনাকাক্সিক্ষত এক ঘটনা। মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ মেজাজ হারিয়ে তেড়ে যান গ্যালারির এক দর্শকের দিকে। মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিথুনের ফিফটিতে আবাহনী সহজেই জয় তুলে নিলে হতাশায় মাঠ ছাড়ছিলেন মোহামেডান অধিনায়ক রিয়াদ। ঠিক তখনই গ্র্যান্ড স্ট্যান্ড থেকে ভেসে আসে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়ো, সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজ।

অভিজ্ঞ এই ক্রিকেটার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে হঠাৎ করে গ্যালারির দিকে তেড়ে যান, দর্শককে মারতে উদ্যত হন বলে জানা গেছে। তবে সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, তবে নিরাপত্তারক্ষী ও দলের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেননা মাহমুদউল্লাহ রিয়াদ। রানার্সআপ দলের প্রতিনিধি হিসেবে মঞ্চে না আসায় অনেকেই তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। রিয়াদের মতো শান্ত মেজাজের ক্রিকেটারের এমন আচরণ ভক্ত-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। খেলার আবেগ মেনে নেয়া গেলেও, অনেকেই মনে করছেন মাঠের বাইরের এমন আচরণ একজন অভিজ্ঞ ক্রিকেটারের জন্য মোটেও কাম্য নয়। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল ছিল অঘোষিত ফাইনাল।

আবাহনী-মোহামেডান এই অঘোষিত ফাইনালে মুখোমুখি। জিতলেই চ্যাম্পিয়ন- এমন একটি সমীকরণ নিয়ে মুখোমুখি দুই দল। কিন্তু মাঠের খেলায় আবাহনীর সামনে দাঁড়াতেই পারেনি মোহামেডানের ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করে ২৪০ রান সংগ্রহ করেছিলো মোহামেডান। জবাবে ৬১ বল হাতে রেখে ৬ উইকেটের ব্যবধানে সাদাকালো শিবিরকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হলো আবাহনী। আবাহনীর বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে মাহমুদউল্লাহ রিয়াদ ৬২ বল খেলে করেছিলেন ৫০ রান। তার সঙ্গে আরিফুল ইসলামও ৫০ রান করেন। যে কারণে ২৪০ রান তুলতে সক্ষম হয় মোহামেডান। কিন্তু সেই রানকে রক্ষা করতে পারেননি মোহামেডানের বোলাররা। ৩৯.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

অর্থাৎ আবাহনীর সঙ্গে ন্যুনতম লড়াইও করতে পারেনি মোহামেডানের খেলোয়াড়রা। যার ফলে নিজ ক্লাবের খেলোয়াড়দের ওপরই ক্ষুব্ধ ছিলেন মোহামেডানের সমর্থকরা।