নুরুল আমিন মিন্টু, চট্টগ্রাম ব্যুরো : দিনের শুরুটা ভালো করলেও শেষটা খারাপ হয়েছে বাংলাদেশের। প্রথম দিনে সফরকারীরা যেভাবে শুরু ও শেষ করেছে, ঠিক সেইভাবেই দ্বিতীয় দিনটা শুরু ও শেষ করেছে স্বাগতিকরা। শেষ বিকেলে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে আগের দিনের অপরাজিত তাফাদজাওয়াও সিগা ও ব্লেসিং মুজারাবানি।
প্রথম বলেই মুজারবানিকে আউট করার পর প্রথম ইনিংস ২২৭ রানেই থেমে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে সাদামান ইসলাম ও এনামুল হক বিজয়। সাদমান-এনামুল জুটিতে ওই সেশনে আর উইকেট হারায়নি বাংলাদেশ। লম্বা সময় পর শতরানের উদ্বোধনী জুটি পায় স্বাগতিকরা। পরের জুটিতেও পেলো পঞ্চাশ। প্রায় চার বছর পর সেঞ্চুরি করলেন সাদমান ইসলাম। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে ৩ উইকেট বাকি রেখে ৬৪ রানে এগিয়ে যায় স্বাগতিকরা।
১১৮ রানে জটি ভাঙে বাংলাদেশের। ২০২২ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্টের ওপেনিং জুটিতে শতরান রান তুলতে পারে বাংলাদেশ। মাঝে ৩৩ ইনিংসে ওপেনিং জুটিতে শতরান পায়নি দলটি।
৩১.৩ ওভারে মুজরাবানির এলবিডব্লিউর ফাঁদে পড়েন এনামুল হক বিজয়। ৮০ বলে ৪ চারে ৩৯ রান করেন তিনি। ১ উইকেটে রান ১১৮।
৫৩.৬ ওভারে মাসাকাদজার বলে কারেনের ক্যাচে পরিণত হন মুমিনুল হক। ৬৪ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেছেন তিনি। ২ উইকেটে রান ১৯৪।
৫৪.১ ওভারে বেনেটের এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাদমান ইসলাম। ১৮১ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রান নিয়েছেন তিনি। ৩ উইকেটে রান ১৯৪।
৭০.৪ ওভারে মাসেকেসা বলে ওয়েলচের তালুবন্দী হন নাজমুল হোসেন শান্ত। ৫৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রান তুলেছেন তিনি। ৪ উইকেটে রান ২৫৯।
৭৪.২ ওভারে মাসেকেসার বলে তারই গ্লাভসবন্দী হন জাকের আলী। ১৩ বলে ১ চারে ৫ রান করেন তিনি। ৫ উইকেটে রান ২৬৭।
৭৬.৬ ওভারে রান আউট (মাধেভেরে) হন মুশফিকুর রহিম। ৫৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪০ রান করেছেন তিনি। ৬ উইকেটে রান ২৭৪।
৮২.৬ ওভারে মাসেকেসার বলে উইলিয়ামসের ক্যাচ হয়ে গ্যালারিতে ফিরেন নাঈম হাসান। ২৩ বলে ৩ রান নিয়েছেন তিনি। ৭ উইকেটে রান ২৭৯।
১৬ রানে মেহেদী হাসান মিরাজ ও ৫ রানে তাইজুল ইসলাম অপরাজিত আছেন। ৮৭ ওভারে ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
সফরকারীদের পক্ষে ভিনসেন্ট মাসেকেসা ৩টি, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্রায়ান বেনেট ১টি করে উইকেট পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ১ম ইনিংস-২২৭। বাংলাদেশ ১ম ইনিংস-৮৭ ওভারে ২৯১/৭ (সাদমান ১২০, এনামুল ৩৯, মুমিনুল ৩৩, শান্ত ২৩, মুশফিক ৪০, জাকের ৫, মিরাজ ১৬*, নাঈম ৩, তাইজুল ৫*; এনগারাভা ১১-২-৪১-০, মুজারাবানি ১৬-৪-৪৪-১, মাসাকাদজা ২৯-৫-৭৭-১, মাসেকেসা ১৪-১-৪৪-৩, মাধেভেরে ৮-০-২৯-০, বেনেট ৯-১-৪৯-১)।