সাকিবকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন স্পিনার তাইজুল ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে সাকিবের রেকর্ড ভাঙ্গেন তাইজুল। বাঁ-হাতি স্পিনার সাকিবকে টপকে যেতে ৫ উইকেট দূরে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন তাইজুল। টেস্টের দ্বিতীয় দিন আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ১ ও তৃতীয় দিন আরও ৩ উইকেট শিকার করে সাকিবের রেকর্ড স্পর্শ করেন তাইজুল। সাকিবের সমান ২৪৬ উইকেট হয় তাইজুলের। গতকাল চতুর্থ দিন আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এন্ডি বলবির্নিকে শিকার করে সাকিবকে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক হন তাইজুল। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫৭ টেস্ট খেলে ২৪৯ উইকেট শিকার করেছেন ২০১৪ সালে কিংস্টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া তাইজুল। ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন সাকিব। ৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ডান-হাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ। এরপর মোহাম্মদ রফিক, তার ঝুলিতে ১০০ উইকেট। ৭৮ উইকেট নিয়ে পাঁচে মাশরাফি বিন মোর্ত্তাজা। গতকাল বাংলাদেশের দেয়া ৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ষষ্ঠ ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। তাতেই ২৪৭ উইকেট শিকার করে বনে যান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। টপকে গেছেন সাকিব আল হাসানকে। পরের ওভারে এসে তাইজুল তুলে নেন অভিজ্ঞ আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে। শর্ট লেগে থাকা ফিল্ডার মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করে। ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।
ক্রিকেট
সাকিবকে পিছনে ফেলে সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুল
সাকিবকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন স্পিনার তাইজুল ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে সাকিবের
Printed Edition