বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৩ ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ৬ উইকেটে নিজেদের রেকর্ড ২৭৬ রানের পুঁজি গড়ে টাইগ্রেসরা। বল হাতেও দারুণ শুরু করলেন মারুফা আক্তার, নাহিদা আক্তাররা। তবে অষ্টম উইকেটে রেকর্ড জুটিতে কিছুটা দ্বিধায় ফেলেন দিলেন প্রিয়ানাজ চ্যাটার্জি ও র‌্যাচেল স্ন্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেটে স্কটল্যান্ড সংগ্রহ করে ২৪২ রান। ৩৪ রানে হ্যাট্রিক জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক ম্যাচ আগে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। সেটি ভেঙে গতকাল ওয়ানডেতে নিজেদের দলীয় সর্বোচ্চ রান করল টাইগ্রেসরা। দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আক্তারের ১০৩ রানের জুটিতে বড় পুঁজির দিকে এগোয় বাংলাদেশ। দু’জনই আউট হন ব্যক্তিগত ৫৭ রানে। একইসঙ্গে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জুটি হিসেবে ১ হাজার রানের রেকর্ড গড়েন তারা। এরপর ক্রিজে এসে ব্যাটের ঝড় তোলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি অপরজিত থাকেন ৫৯ বলে ব্যক্তিগত ৮৩ রানে। ওয়ানডেতে টানা তিনটি পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার তিনি। আগেরজন ফারজানা।

স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ দু’টি উইকেট নেন ক্যাথরিন ব্রাইস। রান তাড়ায় নেমে নিয়মিত উইকেট হারায় স্কটল্যান্ড। শুরুতেই ধাক্কা দেন মারুফা আক্তার। পাওয়ার প্লেতে আরও দু’টি উইকেট নেন নাহিদা আক্তার। ১১০ রানে ৭ উইকেট হারিয়ে স্কটল্যান্ড যখন খাঁদের কিনারায়, তখন সম্ভাবনা জাগালেন প্রিয়ানাজ ও স্ল্যাটার। অষ্টম উইকেটে করেন রেকর্ড ১১৫ রান। ওয়ানডে ইতিহাসে ৭ উইকেট পড়ার পর এটিই প্রথম শতরানের জুটি। তবে তাতে শুধু হারের ব্যবধানটাই কমে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাহিদা। আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল করল লাল সবুজের প্রতিনিধিরা। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে বাঘিনীরা।