সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ঘটে গেল দুঃখজনক ঘটনা। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে ছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। হঠাৎই তিনি অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিক সিপিআর দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। পথে মারা যান এই কোচ। ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।
বিপিএলকে সামনে রেখে কয়েক দিন আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন জাকি। আজ রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হওয়ার কথা ছিল ঢাকার অভিযান—কিন্তু ম্যাচের আগমুহূর্তেই এমন শোকাবহ ঘটনার মুখে পড়ে দলটি।