এশিয়া কাপের আগে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এশিয়া কাপে কখনই শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। মহাদেশীয় আসরটিতে তিনবার ফাইনাল খেললেও একবারও ট্রফি জেতা হয়নি টাইগারদের। তবে সংযুক্ত আরব আমিরাতে আসন্ন এশিয়া কাপে সেই শিরোপাখরা কাটাতে চায় লাল সবুজের জার্সিধারীরা। আগামী ৯-২৮ সেপ্টেম্বর হবে এশিয়া ক্যাপের ১৩তম আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। যা সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এবারের আসরে বাংলাদেশের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া। এশিয়া কাপের নিজেদের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী জাকের গণমাধ্যমকে বলেন, ‘আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আমি সহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’ পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে সম্প্রতি বিশেষ কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড এরই মধ্যে বাংলাদেশে এসে কাজে নেমে পড়েছেন। সব ক্রিকেটারকে আলাদাভাবে পাওয়ার হিটিং শেখাচ্ছেন এই ইংলিশ কোচ। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জাকের বলেন, ‘জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছে, কিভাবে কোন জায়গায় কার কতখানি উন্নতি করা যায়, এসব নিয়েই কাজ করছে।’ পরে ফিটনেস উন্নতির জন্য কাজ করা কোচ নাথান কেলিকে নিয়ে জাকের বলেন, 'কেলি আসার পর আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, আমরা দেখেছেন বলে মনে হচ্ছে আমাদের কস্ট হচ্ছে, আমরা সবাই ভালো অবস্থানে আছি। আমাদের সবার গায়ে ট্র্যাকার লাগানো থাকে, কে প্রথম কে দ্বিতীয় এটা দেখার বিষয় না। কে বেশী চেষ্টা করছে সেটা কেলির কাছে গুরুত্বপূর্ণ।' আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজে ব্যাটিংয়ে নিজের ভূমিকা কেমন হবে তা জানিয়ে জাকের বলেন, 'আমি সাধারণত এতো গোল সেট করি না, টি-টোয়েন্টিতে আমার রোল একেক দিন একেক রকম থাকে। যখন যেখানে ব্যাট করি সেখানে সেটাই করার চেষ্টা করি। আমি আলাদাভাবে কোনো গোল নিয়ে চিন্তা করি না।' শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ টানা দুটি সিরিজ জয়ের অভিজ্ঞতা ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এখন লিটন ব্রিগেড সমর্থকদের কাক্সিক্ষত ফল এনে দিতে পারে কি না, সেটোই দেখার পালা। গেল মাসের ২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।