শিরোনাম দেখলে যে প্রশ্নটা প্রথমেই মাথায় আসতে পারে সেটা হলো, ‘সার্জিও রামোস এখনও ফুটবল খেলে যাচ্ছেন?’ উত্তরটা হলো, হ্যাঁ, তিনি মেক্সিকোর ক্লাব মন্তেরেতে খেলছেন। শুধু খেলছেন, তাই নয়, দলকে ফলও এনে দিচ্ছেন। তার গোলেই আরেকটু হলে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানকে হারিয়েই দিচ্ছিল মেক্সিকান ক্লাবটা! ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মন্তেরের বিপক্ষে সহজ জয় তুলে নেবে ইন্টার মিলান, এমনটাই হয়তো ভেবেছিলেন আপনি। কিন্তু পাসাডেনায় মঙ্গলবার রাতে ঘটল উল্টো ঘটনাটা। ১-১ গোলে ড্র করেছে মন্তেরে ও ইন্টার মিলান। শুধু ড্র নয়, একটু এদিক ওদিক হলে মন্তেরে ম্যাচটা জিততেও পারত। ৩৯ বছর বয়সী সার্জিও রামোস ২৫তম মিনিটে হেড করে মন্তেরেকে এগিয়ে দেন। অলিভার তরেসের কর্নার থেকে উঠে এসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

সেই গোলটার জবাব ইন্টার দিল আরও মিনিট সতেরো পর। তা না হলে হয়তো ম্যাচটা জিতেই মাঠ ছাড়তে পারত মন্তেরে! ম্যাচের ৪২তম মিনিটে ইন্টার মিলান সমতায় ফিরে আসে। মাঝমাঠ থেকে ৩২ গজ দূর থেকে ক্রিস্তিয়ান আস্লানি ফ্রি-কিক নেন। বলটি ডি বক্সে থাকা মন্তেরে ডিফেন্সের ওপর দিয়ে যায়। সেখানে কার্লোস অগুস্তো বল ধরে লাওতারো মার্তিনেজকে পাস দেন। মার্তিনেজ সহজেই বল জালে ঠেলে দেন। ম্যাচ শেষে দুই দলই একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এই গ্রুপের আরেক ম্যাচে রিভার প্লেট ৩-১ গোলে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে হারিয়েছে। ফলে গ্রুপ ‘ই’-এর শীর্ষে এখন এককভাবে আছে রিভার প্লেট। পরবর্তী ম্যাচে শনিবার মন্তেরে পাসাডেনাতেই থাকবে, তাদের প্রতিপক্ষ হবে রিভার প্লেট। অন্যদিকে ইন্টার মিলান সিয়াটলে উরাওয়ার বিপক্ষে মাঠে নামবে।