নানা বিতর্ক শেষে সিলেটে পর্দা উঠল বিপিএলের দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় খোদ বিসিবি। নেতিবাচক খবরের পিছিয়ে ছিলনা নবাগত নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা যোগ দেন দলে। এ ছাড়া শুরুর দিকে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ‘নিরাপত্তার’ দোহাই দিয়ে সেটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট পরিসরে অনুষ্ঠান করার কথা জানায় বিসিবি। তবে সবকিছু হলেও আলোচনায় বিপিএলের ট্রফি। কারণ মাঠে দেখা যায়নি ট্রফিটাই। বিশ্বের অন্যান্য সব টুর্নামেন্টের শুরুতে ট্রফি নিয়েই শুরু হয় খেলা। তবে বিপিএল ক্ষেত্রে দেখা গেল উল্টো। জানা গেছে এখনো না পৌঁছানোর কারণেই উদ্বোধনী দিন দেখা যায়নি ট্রফি। যে কারণে ক্যাপ্টেনস ডেও হয়নি গতকাল। তবে এবারের বিপিএলের সূচনা হলো একটু ভিন্ন আবহে। টুর্নামেন্টের শুরুতেই শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বিশেষ সম্মান জানানো হয়েছে। গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই শোক প্রকাশ করেছিল। গতকাল বিপিএলের প্রথম দিনেও তাকে স্মরণ করে মাঠে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ শুরুর আগে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। ম্যাচ শুরুর ঠিক আগে ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দেওয়া হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হয়। অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মাঠে নামে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হয় ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকে। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করেনন। ফুয়াদ মুক্তাদিরের কোরিওয়াগ্রাফিতে হয় গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে ৭টা ৪৫ মিনিটে শুরু হয় দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের মোকাবিলা করে। এবারের বিপিএলে কমেন্ট্রি বক্সে থাকছেন দেশি-বিদেশি জনপ্রিয় ধারাভাষ্যকাররা। সেই প্যানেলে আছেন-ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান এবং রমিজ রাজা।

বিপিএলের দ্বাদশ আসর দাপুটে জয় দিয়ে শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। গতকাল উদ্বোধনী ম্যাচে তারা ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্সকে। আর সেটা সম্ভব হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে। শান্ত তার বিপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন আজ। তার সঙ্গে মুশফিক তুলে নেন ফিফটি। তৃতীয় উইকেটে তাদের দুজনের অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটিতে ভর করে জয় নিশ্চিত করে রাজশাহী। পারভেজ হোসেন ইমনের অপরাজিত ঝোড়ো ইনিংসে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সিলেট টাইটান্স। কিন্তু সেই চ্যালেঞ্জিং স্কোর কোনোভাবেই চ্যালেঞ্জ জানাতে পারেনি রাজশাহীকে।