এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচেও জয় পেয়েরেছ ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হল দলটি। শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত। এই জয়ে ৩ ম্যাচ খেলে সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হল ভারত। গ্রুপে ৩ ম্যাচ খেলে সবগুলোতেই হারল ওমান। সমানসংখ্যক ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় পাকিস্তান। এই গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করে ভারত ও পাকিস্তান। আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার শুভমান গিলকে (৫) হারায় ভারত। দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৬৬ রান যোগ করে ভারতকে ভাল অবস্থায় নেন আরেক ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। ৫টি চার ও ২টি ছক্কায় ১৫ বলে ৩৮ রান করে আউট হন অভিষেক। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেন স্যামসন। ৩টি করে চার-ছক্কায় ৪৫ বলে ৫৬ রান করেন তিনি। অভিষেক ও স্যামসনের পর ভারতের মাত্র তিনজন ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। অক্ষর প্যাটেল ১৩ বলে ২৬, তিলক ভার্মা ১৮ বলে ২৯ ও শেষ দিকে হর্ষিত রানা ৮ বলে অপরাজিত ১৩ রান করেন। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান পায় ভারত। ওমানের শাহ ফয়সাল-জিতেন রামানান্দি ও আমির কালিম ২টি করে উইকেট নেন। জবাবে ৫২ বলে ৫৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ওমানের অধিনায়ক জতিন্দর সিং ও আমির কলিম। জুটিতে ৩৩ বলে ৩২ রান করে আউট হন জতিন্দর। এরপর দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৯৩ রানের জুটি গড়ে ওমানকে লড়াইয়ে রাখেন কলিম ও হামাদ মির্জা। দু’জনই টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে আউট হন। কলিম ৪৬ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ এবং মির্জা ৫টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৫১ রান করেন। তাদের বিদায়ের পর লড়াই থেকে ছিটেক যায় ওমান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান করে ওমান। ভারতের পান্ডিয়া-আর্শদীপ-হর্ষিত ও কুলদীপ ১টি করে উইকেট নেন।
ক্রিকেট
ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচেও জয় পেয়েরেছ ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হল দলটি। শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত। এই জয়ে ৩ ম্যাচ খেলে সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হল ভারত। গ্রুপে ৩ ম্যাচ খেলে সবগুলোতেই হারল ওমান। সমানসংখ্যক ম্যাচ থেকে ৪