২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচে আজ শনিবার বগুড়ায় মুখোমুখি হচ্ছে সিলেট বনাম চট্টগ্রাম বিভাগ। শহীদ চান্দু স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। ইতোমধ্যেই দুই দল বগুড়ায় এসে পৌঁছেছে। সিলেট আগেই এসে বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়ামে অনুশীলন করে। চট্টগ্রাম বিভাগীয় দলে বৃহস্পতিবার বিকেলে বগুড়ায় এসে শুক্রবার সকালে অনুশীলন করেছে। এবারের লিগে ৪ ম্যাচের সব ক’টিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে সিলেট। অপর দিকে, ৪ ম্যাচের একটি জয়, ২টি পরাজয় এবং ১টি ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম।
ক্রিকেট
এনসিএল চার দিনের ম্যাচ
বগুড়ায় সিলেটের মুখোমুখি আজ চট্টগ্রামে
২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচে আজ শনিবার বগুড়ায় মুখোমুখি হচ্ছে সিলেট বনাম চট্টগ্রাম বিভাগ। শহীদ চান্দু স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে।