ক্রিকেট
রাব্বি ও সোহানের ব্যাটে ধানমন্ডি ক্লাবের জয়
প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে ধানমন্ডি ক্লাব। ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
Printed Edition
প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে ধানমন্ডি ক্লাব। ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আগে ব্যাটিং করে ব্রাদার্স ইউনিয়ন ২৬২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ফজলে মাহমুদ রাব্বি ও অধিনায়ক নুরুল হাসান সোহানের জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ বল আগে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। গতকাল শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ধানমন্ডি ক্লাবের এ জয়ের নায়ক ঘরের ছেলে নুরুল হাসান সোহান। জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই যার ম্যাচ জেতানোর ক্ষমতা ও সামর্থ্য প্রমাণিত, সেই সোহান গতকাল হোম অব ক্রিকেটে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস উপহার দিয়েই হয়েছেন ম্যাচসেরা।এবার শুরু হলো প্রশিক্ষক মোহাম্মদ আশরাফুলের নতুন জীবন। এর আগে সহকারী কোচের ভূমিকায় থাকলেও এবারই প্রথম ধানমন্ডি ক্লাবের (আগের শেখ জামাল ধানমন্ডি) প্রধান কোচের দায়িত্ব পালন করছেন আশরাফুল। কোচ হিসেবে অভিষেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪ উইকেটের দারণে এক জয় পেয়েছে আশরাফুলের নতুন দল ধানমন্ডি ক্লাব। লক্ষ্য সহজ ছিল না তেমন। প্রথম ম্যাচে ৩ টপঅর্ডার মাহফুজুল রবিন (৮৪), ইমতিয়াজ তান্না (৫০) ও মিজানুর রহমানের (৭৩) অর্ধশতকে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ব্রাদার্স। ওই রানের পিছু ধেয়ে ৪ উইকেট হাতে রেখে ৮ বল আগে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ধানমন্ডি।
দুই তরুণ ওপেনার আশিকুর (৩৪ বলে ২৩) আর হাবিবুর রহমান সোহান (৩০ বলে ৩২) শুরুতে অল্প সময়ে রান চাকা সচল করে দেন। তারপর পরিণত ব্যাটার ফজলে রাব্বি (৭৮ বলে ৫৫) ও ইয়াসির আলী রাব্বি (৪৭ বলে ৪১ ) তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটিতে দলকে এগিয়ে দেন। কিন্তু এক সময় দুজনই ফিরে যান। তারপর একদিক আগলে রাখার পাশাপাশি ওভার পিছু লক্ষ্য মাত্রা ছুঁয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন অধিনায়ক সোহান। ১০৯.৪৩ স্ট্রাইকরেটে ৫৩ বলে ৫৮ রান করা সোহানের সঙ্গে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে শেষ দিকে ভূমিকা রাখেন অভিজ্ঞ জিয়াউর রহমান জিয়াও (২৪ বলে অপরাজিত ১৯)।
ব্রাদার্স ইউনিয়ন: ২৬২/৫, ৫০ ওভার (জাহিদুজ্জামান ২, মাইশিকুর ১৩, অলক কাপালি ১৯*, সোহাগ গাজী ৫, সুমন খান ৭*; কামরুল ইসলাম রাব্বি ২/৫৪, হাসান মুরাদ ১/৪৪, সাঞ্জামুল ১/৫১)।
ধানমন্ডি ক্লাব: ২৬৪/৬, ৪৮.৪ ওভার (আশিকুর রহমান শিবলী ২৩, হাবিবুর রহমান সোহান ৩২, ফজলে রাব্বি ৫৫, ইয়াসির আলী রাব্বি ৪১, নুরুল হাসান সোহান ৫৮*, সাঞ্জামুল ৩, মইন খান ১১, জিয়াউর রহমান ১৯*; ইয়াসিন আরাফাত মিশু ৩/৪৩)।
ফল: ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে জয়ী।