বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ফলে ফিল্ডিং পায় বাংলাদেশ। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টায় মাঠে গড়ায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এর আগে ভারতের ও পাকিস্তান সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে মাঠে গড়ায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। নিরাপত্তা ভাবনায় অবশ্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নেমে এসেছে তিন ম্যাচে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ থেকে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন। এরপর যথারীতি অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটওয়ারীরা থাকবেন। পেস আক্রমণে আছেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। স্পিনে শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেনেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটকিপার), শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), সালমান আলী আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদীল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ ও আবরার আহমেদ।