গল টেস্টে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে চতুর্থ দিন শেষে ১৮৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে শ্রীলংকা ৪৮৫ রানে প্রথম ইনিংস শেষ করলে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ১০ রানে। আজ শেষ দিনে শান্ত ৫৬ ও মুশফিকুর রহিম ২২ রানে খেলতে নামবেন। গল টেস্টে প্রথম দুই দিন ভালো করলেও তৃতীয় দিনে পাথুম নিশাঙ্কার দারুণ ব্যাটিংয়ের কারণে বিপাকে পড়ে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুটাও শ্রীলংকা নিজেদের করে নেয় কামিন্দু মেন্ডিসের দারুণ ব্যাটিংয়ে। তবে তার বিদায়ের পর দ্রুত গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ব্যাট হাতে আলো ছড়ান সাদমান ইসলাম। যদিও দিনের শেষে বিদায় নেন তিনি। তবে ফিফটি করে লড়ছেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দিনে ৩৭ রানে অপরাজিত থাকা কামিন্দু চতুর্থ দিন খেলতে নেমে ৮৬ বলে পূর্ণ করে নেন ফিফটি। এর আগে অবশ্য ১৭ রানে অপরাজিত থাকা ধনঞ্জয়াকে ফেরান নাঈম হাসান। ১৯ রান করে কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন লঙ্কান ব্যাটার। কুসল মেন্ডিসকে টিকতে দেননি হাসান। ৫ রান আসে তার ব্যাট থেকে। এরপর মিলানের সঙ্গে বড় জুটি গড়ার চেষ্টা করেন কামিন্দু। সফলও হয়েছেন তারা। তবে ১৫৩ বল স্থায়ী এই জুটিকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন হাসান। মিলান ফেরেন ৩৯ রান করে। কিছুক্ষণ পর ফিরে যান লড়তে থাকা কামিন্দুও। ১৪৮ বলে ৮৭ রান করে উইকেট হারান তিনি। এরপর দ্রুত থারিন্দু ও আসিথাকে বিদায় করে লঙ্কানদের গুটিয়ে দেন নাঈম। ৪৮৫ রানে গুটিয়ে যায় তারা। স্রেফ ১০ রানের জন্য নিতে পারেননি লিড। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে আনামুল টেকেননি বেশিক্ষণ। প্রথম ইনিংসে শূন্য রান করা এই বাংলাদেশি ওপেনার দ্বিতীয় ইনিংসে ২০ বলে করেন ৪ রান। জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরে করা বল উইকেটের পেছনে ক্যাচ তুলে হারান উইকেট। তিনে নামা মমিনুলও বেশিক্ষণ স্থায়ী হননি। সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন ১৪ রানে। তবে একপ্রান্ত সামলে লড়েছেন সাদমান ইসলাম। তাকে এখন সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দুজনে গড়েন দারুণ এক জুটি। ৭০ বলে পঞ্চাশ স্পর্শ করে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন সাদমান। তবে দিনের শেষে গিয়ে স্বপ্নভঙ্গ হয় তার। মিলানের ডেলিভারি সামলাতে পারেননি ঠিকঠাক। বল আঘাত হাতে প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ভাঙে ১৪৫ বলে ৬৮ রানের গড়া জুটি। ১২৬ বলে ৭ চারে ৭৬ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশি ওপেনার। তার বিদায়ের পর লড়াই চালিয়ে যান শান্ত। গত ইনিংসে সেঞ্চুরি হাঁকানো এই অধিনায়ক এই ইনিংসে পার করেছেন পঞ্চাশ। তাকে সঙ্গে দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫
শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন ৩৬৮/৪) ১৩১.২ ওভারে ৪৮৫ (কামিন্দু মেন্ডিস ৮৭, ধানাঞ্জায়া ১৯, কুসাল মেন্ডিস ৫, মিলান রাত্নায়াকে ৩৯, থারিন্ডু রাত্নায়াকে ০, জয়াসুরিয়া ১১*, আসিথা ৪; হাসান ২১-৪-৭৪-৩, নাহিদ ১৯-০-৯৭-০, তাইজুল ৪১-৩-১৫৬-১, নাঈম ৪৩.২-৪-১২১-৫, মুমিনুল ৭-০-২৮-১)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৭৭/৩ (সাদমান ৭৬, এনামুল ৪, মুমিনুল ১৪, শান্ত ৫৬*, মুশফিক ২২*; আসিথা ৮-০-৩১-০, জায়াসুরিয়া ১৭-১-৪৮-১, থারিন্ডু ১৪-০-৫১-০, মিলান ৯-৪-১৩-১, ধানাঞ্জায়া ৮-০-২৭-০, কামিন্দু ১-০-২-০)।