DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

আবার টস হেরে বিশ্বরেকর্ডে ব্রায়ান লারার সঙ্গী হলেন রোহিত

রোহিত শর্মা একের পর এক ম্যাচে টস হেরেই যাচ্ছেন। গতকাল রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও তার ব্যতিক্রম হলো না। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টস হেরে ফিল্ডিং করে ভারত।

স্পোর্টস ডেস্ক
Printed Edition
Default Image - DS

রোহিত শর্মা একের পর এক ম্যাচে টস হেরেই যাচ্ছেন। গতকাল রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও তার ব্যতিক্রম হলো না। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টস হেরে ফিল্ডিং করে ভারত। এই নিয়ে টানা ১২ ম্যাচে টস হারে বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন রোহিত। সেই ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে টস হারতে শুরু করেছিলেন রোহিত, এরপর আর থামাথামি নেই। টস হারের এই দুর্ভাগ্য এখনো তিনি বয়ে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ মে পর্যন্ত টানা ১২টি ম্যাচে টস হেরেছিলেন। এবার বিশ্বরেকর্ডে তার সঙ্গী হলেন রোহিত। এছাড়া দল হিসেবেও টানা ১৫ ওয়ানডেতে টস হারল ভারত। রোহিতের ১২ ম্যাচ ছাড়া অন্য তিন ম্যাচের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। সর্বশেষ ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই গতকাল শিরোপার লড়াইয়ে নেমেছে ভারত। সেমিফাইনালের মতোই তারা চার স্পিনার ও এক পেসার নিয়ে খেলে। তবে কাঁধের চোটে ফাইনাল থেকে ছিটকে গেছেন কিউই পেসার ম্যাট হেনরি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়া এই পেসারের জায়গায় এসেছেন নাথান স্মিথ। তিন পেসারের সঙ্গে দুই স্পিনারের কম্বিনেশন ধরে রেখেছে নিউজিল্যান্ড।